পাকিস্তানের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ১৯৭১ সালবিষয়ক একটি একাডেমিক সম্মেলন বাতিল করতে বাধ্য হয়েছে। ২৩ মার্চ থেকে পাঁচ দিন এ সম্মেলন হওয়ার কথা ছিল ভার্চ্যুয়ালি, আয়োজন করেছিল বেসরকারি প্রতিষ্ঠান লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজম্যন্ট সায়েন্সেসের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স (লামস)। এর সঙ্গে যুক্ত ছিল কায়দে আজম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পাকিস্তান স্টাডিজ। এতে দক্ষিণ এশিয়ার, বিশেষত ভারত ও বাংলাদেশ থেকে বেশ কয়েকজন গবেষকের যোগ দেওয়ার কথা ছিল। ১৯৭১ সালের যুদ্ধ, বাংলাদেশে গণহত্যা এবং সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা নিয়ে এ আলোচনা অনুষ্ঠান বিষয়ে দীর্ঘ প্রস্তুতি থাকলেও উদ্যোক্তারা এর ঘোষণা দেন ১৯ মার্চ। কিন্তু ঘোষণার পর ২৪ ঘণ্টাও পার হয়নি, উদ্যোক্তাদের ওপর এমন চাপ তৈরি হয়েছিল যে তাঁরা এ সম্মেলন অনুষ্ঠানের ঝুঁকি নিতে পারেননি। লামসের পক্ষ থেকে যদিও আনুষ্ঠানিকভাবে চাপের কথা বলা হয়নি, কিন্তু যাঁরা টুইটার এবং অন্যান্য সামাজিক মিডিয়া অনুসরণ করেন, তাঁরা জানেন যে এ সম্মেলনের ঘোষণা দেওয়ার পর থেকে উদ্যোক্তাদের বিরুদ্ধে কী ধরনের আক্রমণাত্মক প্রচারণা শুরু হয়েছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.