নির্বাচন কমিশনের অস্বচ্ছ কর্মকাণ্ড নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে বর্তমান নির্বাচন কমিশন নিয়ে সচেতন নাগরিকরা যেমন অভিযোগ জানিয়ে আসছেন, তেমনি এ প্রতিষ্ঠানের ভেতরের কারও কারও অসন্তোষের বিষয় প্রায়ই সংবাদমাধ্যমে উঠে আসছে। নির্বাচনী ব্যবস্থা প্রশ্নবিদ্ধ- এ কথা শুধু সচেতন নাগরিকরাই বলে আসছেন না; নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারও ইতোমধ্যে অনেকবার বলেছেন। কয়েক দিন আগে দেশে পালিত হলো জাতীয় ভোটার দিবস। ওই দিবসে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার স্থানীয় সরকার কাঠামোর পৌরসভা নির্বাচন নিয়ে আত্মসমালোচনামূলক বক্তব্য দেন। অনেকের হয়তো স্মরণে আছে, তিনি অতীতেও কমিশনের সিদ্ধান্ত গ্রহণ বিষয়েও ভিন্নমত লিখিতভাবে উপস্থাপন করেছিলেন। কিন্তু তখন প্রধান নির্বাচন কমিশনার বা অন্য কমিশনাররা প্রকাশ্যে কোনো অশোভন মন্তব্য করেননি। কিন্তু গত জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশন আয়োজিত অতীতের অর্থাৎ এই কমিশনের বিগত দিনের ত্রুটিপূর্ণ নানা কর্মকাণ্ড, আইন অমান্য, নিয়ম-নীতির লঙ্ঘনসহ কমিশনের ব্যর্থতা সম্পর্কে যে বক্তব্য নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার দিয়েছেন; এর সঙ্গে দ্বিমত প্রকাশের অবকাশ আছে বলে মনে করি না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.