কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন কি বৈধ?

জাগো নিউজ ২৪ আনিস আলমগীর প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৩

বর্তমান সরকার ২০১৫ সালে আইন সংশোধন করে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুয়ায়ী বর্তমানে সবস্তরের স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে। আগামী ১১ এপ্রিল থেকে দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হতে যাচ্ছে। স্থানীয় সরকার কাঠামোর মূল ভিত্তি হচ্ছে এর নির্বাচিত প্রতিনিধিরা হবেন সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং সম্মানিত ব্যক্তি। কিন্তু এখন দেখা যাচ্ছে স্থানীয় সরকার প্রতিনিধির রাজনৈতিক পরিচয় এবং যোগ্যতা তার দায়িত্বপালনের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে।

বিভিন্ন প্রকার নাগরিক ও সরকারি সুবিধা আইনগত কাঠামোতে জনগণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে স্থানীয় সরকারের সৃষ্টি হয়েছিল। ১৮৭০ সালে ব্রিটিশের সময়ে চৌকিদারি আইন প্রবর্তনের মধ্য দিয়ে স্থানীয় ইউনিয়ন কাউন্সিলর প্রতিষ্ঠার প্রক্রিয়া আরম্ভ হয়। ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের খুবই প্রাচীন স্তর এবং উপজেলা, পৌরসভা, সিটি করপোরেশন- সবই এসেছে অনেক পরে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে তৃণমূলের যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ড এবং একান্ত নাগরিক সুবিধাবলি দেয়া হচ্ছে যুগ যুগ ধরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও