প্রথম দিনেই শনাক্তের হার সাড়ে ২৬%
দেশে করোনার অ্যান্টিজেন পরীক্ষা শুরুর প্রথম দিনে গতকাল শনিবার ১০ জেলায় মোট ৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ৪৭ জনের ফল নেগেটিভ এসেছে। অ্যান্টিজেন পরীক্ষায় সংক্রমণ শনাক্তের হার সাড়ে ২৬ শতাংশ।
সন্দেহভাজন করোনা রোগী, যাঁদের উপসর্গ রয়েছে, শুধু তাঁদেরই পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষা করা যায় মাত্র ১৫ থেকে ৩০ মিনিটে। যে ১০টি জেলায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়েছে সেগুলো হচ্ছে গাইবান্ধা, পঞ্চগড়, জয়পুরহাট, যশোর, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও সিলেট। কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে কি না, সেটি অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে