'পুতুল সরকারকে ক্ষমতা থেকে সরান', গিলগিট-বালতিস্তানের জনগণকে বিলওয়াল
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলওয়াল ভুট্টো জারদারি বলেছেন, নির্বাচিত পুতুল সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে তার দলের সঙ্গে গিলগিট বালতিস্তানের জনগণের যৌথভাবে কাজ করা দরকার।
গিলগিট-বালতিস্তান বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারের সময় তিনি এসব কথা বলেন। নির্বাচনী প্রচারণা সফল করার জন্য গিলগিট-বালতিস্তানের জনগণের প্রচেষ্টার ব্যাপক প্রশংসাও করেছেন তিনি। পিপিপি খুব শিগগিরই জনগণের সঙ্গে বিজয় উৎসব করবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
জনগণকে উদ্দেশ্য করে বিলওয়াল ভুট্টো জারদারি বলেন, আপনি আমাদেরকে ঐতিহাসিক নির্বাচনী প্রচারণা চালাতে সাহায্য করছেন। ১৫ নভেম্বর হবে আপনাদের পরীক্ষার শেষ দিন .... পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে দাঁড়ানোর জন্য গিলগিট-বালতিস্তানের লোকদের আমরা ধন্যবাদ জানাতে চাই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.