শিক্ষার মানোন্নয়নে মনোযোগী হতে হবে: সাংসদ বাদশা
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হচ্ছে। শিক্ষার্থীরা পড়াশোনার ভালো পরিবেশ পাচ্ছে। এখন শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও বেশি মনোযোগী হতে হবে।’
রবিবার সকালে রাজশাহী কলেজিয়েট স্কুল পরিদর্শনে গিয়ে ফজলে হোসেন বাদশা এসব বলেন।
জানা গেছে, রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ নির্বাচিত হওয়ার পর শহরের ঐতিহ্যবাহী এই স্কুলটিতে দশতলা একটি ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি। সেই ভবনের জন্য স্থান পরিদর্শনেই তিনি স্কুলটিতে যান।
এসময় সাংসদ বলেন, ‘শিক্ষানগরী রাজশাহীর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। বড় বড় একাডেমিক ভবন করা হচ্ছে। এখন শিক্ষার মানোন্নয়নে আমাদের কাজ করতে হবে। আমাদের সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে হলে এর বিকল্প নেই।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৪ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১ বছর, ২ মাস আগে