অষ্টম-নবমের শিক্ষার্থীরা পাবে ৫ বই, প্রাথমিকের আয়োজন ‘প্রাণহীন’
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৩, ১০:১৪
কাগজে-কলমে এবারও বছরের প্রথম দিনেই হবে ‘বই উৎসব’। তাতে ঠিক উৎসবের আমেজ থাকবে কি না, তা নিয়ে রয়েছে সংশয়। একে তো ভোটের ডামাডোল, সঙ্গে সময়মতো পাঠ্যবই ছাপাতে না পারার বিপত্তি। নির্বাচনী আচরণবিধির মুখে আটকে গেছে মাধ্যমিকের মূল আয়োজন। প্রাথমিকের আয়োজনে সেই বাধা না থাকলেও প্রতিমন্ত্রীর ‘বিদায়ী’ অনুষ্ঠানে তাতেও যেন নেই ‘প্রাণ’। সব মিলেমিশে ১ জানুয়ারির বই উৎসব এবার সাদামাটাভাবেই সারতে হচ্ছে শিক্ষা সংশ্লিষ্টদের।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অবশ্য নির্বাচনী ব্যস্ততার কথা বলে এড়িয়ে চলছে নিজেদের দায়। তাদের প্রস্তুতির তেমন ঘাটতি নেই বলেই দাবি করছেন বোর্ডের চেয়ারম্যান। আর উৎসব আয়োজনের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয় ও নিজ নিজ অধিদপ্তরের বলে উল্লেখ করছেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর আগে