কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘সমালোচনা এড়াতে’ পাঠ্যপুস্তক প্রস্তুতে বিলম্ব

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০

বছরের শুরুর দিন শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়ার রীতিতে কোভিডকালে যে ছেদ পড়েছিল, তা থেকে এবারও বের হতে পারছে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড- এনসিটিবি।


প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত বিনামূল্যের পাঠ্যবই প্রস্তুত হলেও অষ্টম ও নবম শ্রেণির বই পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে জানুয়ারির শেষ পর্যন্ত।


এনসিটিবি বলছে, অষ্টম ও নবম শ্রেণির বইয়ের পাণ্ডুলিপি প্রস্তুতে সময় লাগায় বই মুদ্রণে যেতে দেরি হয়েছে। এ দুটি শ্রেণিতে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। ফলে তৈরি করতে হচ্ছে একেবারে নতুন বই।


২০২৩ সালে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরুর পর পাঠ্যবই নিয়ে ব্যাপক সমালোচনায় পড়তে হয়েছে এনসিটিবিকে। এবার সে বিষয়টি মাথায় রেখেই বাড়তি নজর দিতে গিয়ে পাণ্ডুলিপি ছাপাখানায় পাঠাতে দেরি হয়েছে বলে জানাচ্ছেন কর্মকর্তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও