‘সালাহউদ্দিন এমপি থাকাকালে মানুষের জীবনযাত্রা থমকে দিয়েছিলেন’
ঢাকা-৫ আসনের উপনির্বাচনের বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ এমপি থাকাকালে আসনটির জনগণের জীবনযাত্রা থমকে দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু।
শুক্রবার নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত ৬৩, ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ এবং ২০টি স্থানে সংক্ষিপ্ত পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদকে দখলদার ও সন্ত্রাসের গডফাদার উল্লেখ করে মনু বলেন, 'আগামী ১৭ অক্টোবর ঢাকা-৫ এর উপনির্বাচনকে হালকা করে দেখার সুযোগ নেই। বিএনপির প্রার্থী একজন সন্ত্রাসী। ভূমি দখলকারী ও সন্ত্রাসের গডফাদার যিনি দল সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এমপি হিসেবে নিজস্ব সন্ত্রাস বাহিনী গড়ে তুলে এলাকার মানুষের বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করে জীবন চলার পথকে থমকে দিয়েছিলেন।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.