‘করোনা সরঞ্জাম’ সংকটে দুই সিটি

বাংলা ট্রিবিউন ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০, ১৫:০০

করোনা মোকাবিলায় ‘সরঞ্জাম’ সংকটে রয়েছে রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি)। এই মহামারি নিয়ন্ত্রণের জন্য শুরুতে দুই সিটি থেকে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল সেগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। সংস্থা দুটির নিজস্ব কর্মীদের জন্য যেসব ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী দেওয়া হতো, এখন আর তাও দেওয়া হচ্ছে না। এ নিয়ে করপোরেশনের নিজস্ব কর্মীদের পাশাপাশি নগরবাসীর মাঝেও ক্ষোভ বিরাজ করছে। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত মার্চ মাসে করোনা সংক্রমণ ধরা পড়ার পর রোগটি নিয়ন্ত্রণে বেশকিছু পদক্ষেপ নিয়েছিল দুই সিটি করপোরেন। এজন্য পাবলিক প্লেস জীবাণুমুক্তকরণ, জনগুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার বেসিন স্থাপন, লকডাউন বাস্তবায়ন, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, সাধারণ ও করোনা বর্জ্য পৃথকভাবে অপসারণসহ যেসব উদ্যোগ নেওয়া হয়েছিল, এখন তার সিংহভাগই বন্ধ করে দিয়েছে দুই সিটি করপোরেশন। পাশাপাশি নিজস্ব কর্মীদের ব্যক্তিগত সুরক্ষার জন্য সুরক্ষাসামগ্রীও মজুত নেই সংস্থা দুটির ভাণ্ডার বিভাগে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও