কী ছিল রিজেন্টের সঙ্গে চুক্তিতে
করোনাভাইরাস আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসায় রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করেছিল স্বাস্থ্য অধিদফতর। টেস্ট ও চিকিৎসার নামে কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। চুক্তিতে না থাকলেও ওই হাসপাতালে প্রায় দেড় কোটি টাকার যন্ত্রপাতি দিয়েছে কেন্দ্রীয় ওষুধাগার। তারা এসব যন্ত্রপাতি ফিরিয়ে নিতে চাইলেও হদিস মিলছে না দুটি ডায়ালাইসিস মেশিনের।
গত ১৩ জুলাই সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি) পরিচালক আবু হেনা মোরশেদ জামান স্বাক্ষরিত এক চিঠিতে দেখা যায়, ‘গত ৭ মে রিজেন্ট হাসপাতালে প্রায় অর্ধকোটি টাকার ২টি ডায়ালাইসিস মেশিন, একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ২টি আইসিইউ ভেন্টিলেটর ও দুটি ডায়ালাইসিস বেড দেওয়া হয়েছে।’ এখন এসব যন্ত্রপাতি ফেরত চাইছে তারা। কিন্তু রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদফতর স্বাক্ষরিত চুক্তিতে সরকারি যন্ত্রপাতি দেওয়ার কোনো উল্লেখ পাওয়া যায়নি।