দ্রুত সময়ে এবং স্বল্প ব্যয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরুর রূপরেখা
কোভিড-১৯–এর কারণে মার্চের মাঝামাঝি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ। ভাইরাসটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের প্রক্রিয়াকে চলমান রাখার জন্য তাদের শিক্ষা কার্যক্রমে সংযুক্ত করার বিকল্প নেই।
সে জন্য স্বল্প মেয়াদে হলেও অতি দ্রুততার সঙ্গে এখনই একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। গত ২৮ মে দৈনিক প্রথম আলোর নাগরিক সংবাদের মতামতে ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রমের সম্ভাব্যতা’ শিরোনামে প্রকাশিত আমার প্রবন্ধে সম্ভাব্য সমস্যাবলি এবং সেগুলো থেকে উত্তরণের উপায় নিয়ে আলোকপাত করেছিলাম। প্রবন্ধের মূল উদ্দেশ্য স্বল্প সময়ে দ্রুততার সঙ্গে এবং স্বল্প ব্যয়ে কীভাবে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করা ও চলমান রাখা যায়, তার একটি রূপরেখা প্রণয়ন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ইতিমধ্যে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করার সপক্ষে মত প্রদান করেছেন এবং তা চালু করার প্রক্রিয়া শুরু করেছেন। ।