সংগঠনটি মনে করে, এই প্রকল্প বাস্তবায়িত হলে হাজার হাজার নৌ-শ্রমিক; যারা জ্বালানি তেল পরিবহনের সঙ্গে যুক্ত তাদেরকে বেকারত্বের ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হবে।
পরিকল্পনা কমিশনের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, লোকসান ঠেকাতে এবং পরিবেশ দূষণ কমাতে এমনকি যেকোনও প্রতিকূল পরিবেশে জ্বালানি পরিবহন, পরিচালনা ও সরবরাহ ঠিক রাখতে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানির পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে ট্যাংকার, নৌকা বা রেলের বগির পরিবর্তে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি নিয়ে আসার বিষয়টি সরকারের ভাবনায় রয়েছে।
এ জন্য ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন‘ স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। পাইপলাইন প্রকল্পের জন্য এরইমধ্যে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ ও হুকুম দখল এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি উন্নয়ন সংক্রান্ত জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় একটি প্রকল্প নিয়েছে বলেও গণমাধ্যম থেকে জানা গেছে। বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন সরকারের এই প্রকল্পের বিরোধিতা করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.