You have reached your daily news limit

Please log in to continue


সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বগুড়ায় বন্যার আশঙ্কা

বগুড়া সারিয়াকান্দি-সোনতলা ও ধুনট উপজেলায় যমুনা নদীর পানি বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, এখন যমুনার পানি বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিনদিনের মধ্যেই পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। তবে এ মাসের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বন্যার আশঙ্কা রয়েছে।

এদিকে বগুড়া সারিয়াকান্দিতে গত কয়েকদিন ধরেই যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী এ উপজেলায় সর্বশেষ গত সোমবার থেকে যমুনার পানি বাড়ছে। বুধবার পর্যন্ত এ নদীর পানি মোট ৩৩ সেন্টিমিটার বেড়েছে। উপজেলার মথুরাপাড়া পয়েন্টে বুধবার সকালে পানির উচ্চতা ছিল ১৫.৩ মিটার। এ নদীর পানির বিপৎসীমা ১৬.২৫ মিটার। পানি এখনো বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন