লুটপাটে ‘সাদাপাথর’ এখন ধু ধু বালুচর

বিডি নিউজ ২৪ কোম্পানীগঞ্জ (সিলেট) প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫, ০৯:২০

কুমিল্লা থেকে কয়েকজন ঘুরতে এসেছিলেন সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ দেখতে। ভোলাগঞ্জ থেকে নৌকা দিয়ে সীমান্তবর্তী সাদাপাথরের দিকে যাচ্ছিলেন আর সারি-সারি মেঘালয়ের পাহাড় ও ধলাই নদীর উৎসমুখের স্বচ্ছ জল দেখে মোহিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। তবে নৌকা থেকে নেমে সেই সাদাপাথর দেখতে না পেয়ে অভিব্যক্তি পাল্টে গেল তাদের।


এক সময়ের পাথরের রাজ্যে তাদের স্বাগত জানাল বালু আর বালু। এদিক সেদিক যেদিকেই তাকান চোখে পড়ছে ধু ধু বালুচর। ছবি আর ভিডিওতে দেখা সেই পাথর না দেখে বেড়াতে আসার উচ্ছ্বাসে যেন ভাটা পড়ে তাদের।


মঙ্গলবার বিকালে ঘণ্টা দেড়েক পর ঘোরাঘুরি শেষে সাদাপাথর থেকে ফেরার পথে কথা হয় সেই দলের মো. নোমান আহমদের সঙ্গে। হতাশার পাশাপাশি ক্ষোভ ফুটে উঠল তার কণ্ঠে। বললেন, “এখানে কর্তৃপক্ষের সামনে লুটপাট চলতেছে, ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। যা হওয়ার হয়ে গেছে, যতটুকু আছে সেটুকু যেন রক্ষা করা হয়। আগে যা পাথর ছিল, এখন পাথর নাই বললেই চলে।


”এ রকম একটা পর্যটন শিল্প আমাদের রাতারাতি ধ্বংস হয়ে গেল। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই শিল্পটাকে পুনরুজ্জীবিত করার দাবি জানাচ্ছি।”


একই দলের সদস্য হোসাইন মো. এরশাদ বলেন, “এর আগে আমি আসছিলাম, তখন প্রচুর পাথর ছিল। প্রশাসনের সামনে এগুলো নিয়ে গেছে, প্রশাসনের কোনো দায়ভার নেই। সবাই জানি, সাদাপাথর একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র। প্রশাসনের সামনে এটি নষ্ট করে দেওয়া হয়েছে। এই ভোলাগঞ্জের সবাই জানে পাথরগুলো কোথায় আছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও