জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা, এজাহারে যা বলেছে দুদক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫, ২১:০১

সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ‘অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের’ অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।


আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব থাকার সময় ‘ক্ষমতার অপব্যহার করে’ ৬০ কোটি টাকার বেশি মূল্যের ‘অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে জয়ের বিরুদ্ধে।


এছাড়াও তার বিরুদ্ধে ‘সন্দেহজনক লেনদেন, দুর্নীতি ও ঘুষ গ্রহণের’ অভিযোগ এনেছে দুদক।


বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন বলে সংস্থার জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন।


২০০০ সাল থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়কালে জয় এই অবৈধ সম্পদ অর্জন, ঘুষ-দুর্নীতি ও অর্থ পাচার করেছেন বলে দুদক দাবি করছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও