You have reached your daily news limit

Please log in to continue


বাঁশখালীর এমপি মোস্তাফিজসহ বাড়ির ১১ জনের করোনা

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) বাঁশখালী আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী সপরিবারে করোনা তথা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এমপি ছাড়া আক্রান্ত অন্যদের মধ্যে তার পরিবারের ছয় সদস্যসহ বাড়ির মোট ১০ জন রয়েছেন। বন্দরনগরীর নাসিরাবাদের বাড়িতে তারা চিকিৎসা নিচ্ছেন। জানা গেছে, ১ জুন সাংসদসহ তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার পরীক্ষার ফলাফল আসে। তবে বিষয়টি শুক্রবার গণমাধ্যমে প্রকাশ পায়।সাংসদের ব্যক্তিগত সহকারী মোস্তাফিজুর রহমান রাসেল জানিয়েছেন, সাংসদ মোস্তাফিজুর, সাংসদের স্ত্রী, তিন মেয়ে, এক নাতনি ও এক জামাতা ও তিন গৃহ পরিচারিকার করোনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে। এছাড়া রাসেল নিজেও করোনায় আক্রান্ত। তবে প্রত্যেকেই সুস্থ আছেন এবং বাড়িতে থেকেই তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন রাসেল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন