You have reached your daily news limit

Please log in to continue


যাত্রী পাচ্ছে না বিমান, ফ্লাইটে অনিশ্চয়তা

যাত্রী সংকটের কারণে টানা দ্বিতীয় দিনও ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই পরিস্থিতিতে আগামীকালও বিমান আকাশে না ওড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। তিনি বলেন, ‘যাত্রী সংকটের কারণে আজকের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। একই কারণে আগামীকালও ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ যাত্রী সংকটের কারণে পরপর দুই দিন বিমান সব ফ্লাইট বাতিল করলেও অন্য এয়ারলাইন্সগুলো ফ্লাইট পরিচালনা করে যাচ্ছে। তাহলে বিমান কেন পারছে না এমন প্রশ্নের জবাবে বিমানের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, ‘যাত্রী সংকটের মধ্যে অন্য এয়ারলাইনস পাচ্ছে, কারণ ওদের ভাড়া একটু কম। আর আমাদের আগের ভাড়াই আছে, বাড়াইনি।’ জানা যায়, বুধবার বিমান বাংলাদেশের সৈয়দপুর রুটে দুইটি, সিলেট রুটে একটি এবং চট্টগ্রাম রুটে একটি ফ্লাইট পরিচালনা করার কথা ছিল। তবে সবগুলো ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিমান বাংলাদেশের ঢাকা থেকে চট্টগ্রাম রুটে দুইটি, সিলেটে দুইটি ও সৈয়দপুরে তিনটিসহ মোট সাতটি ফ্লাইট বাতিল হয়। তবে প্রথম দিন তথা ১ জুন ফ্লাইট পরিচালনা করে বিমান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন