কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সুন্দরবন আবারো বাঁচাল স্বদেশ

বনজীবীদের কাছে বাঘ হলো মা বনবিবির বাহন। বাঘ এক পবিত্র প্রাণসত্তা। সিডরের সময় শরণখোলাতে সন্ত্রস্ত একটি বাঘ স্থানীয় গ্রামে আশ্রয় নিলে বাঘটিকে কেউ উপদ্রব করেনি। বনের কোনো প্রাণসত্তা বিপদে পড়লে বনজীবীরা তাকে আবারো বাদাবনে ফিরিয়ে দেয়ার আপ্রাণ চেষ্টা করেছেন। করোনাকার সময়েও শ্যামনগরে একটি হরিণ লোকালয়ে চলে এলে তাকে ফিরিয়ে দেয়া হয় বনে। বনজীবীরা তো আর বহুজাতিক বাঘ-বাণিজ্য চালু করেনি। সুন্দরবন নিয়ে সকল অপরিনামদর্শী উন্নয়নচিন্তা মূলত তৈরি হয়েছে তীব্র বাদাবনবিচ্ছিন্নতা থেকে। আমাদের চিন্তা করতে হবে আমরা এই বনের অংশ। কারণ প্রাণসম্পদ, পরিচয় কী সুরক্ষাবলয় কোনো না কোনোভাবে আমরা দুনিয়ার এই বৃহত্তম বাদাবনের সঙ্গে জড়িয়ে আছি। এই বন
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন