করোনা মোকাবিলা: বিপজ্জনক আত্মপ্রসাদ

বাংলা ট্রিবিউন মো. তৌহিদ হোসেন প্রকাশিত: ২১ মে ২০২০, ১৪:৪৪

চীনের উহানে করোনাভাইরাস ধরা পড়ে ২০১৯-এর ডিসেম্বর মাসে (মতান্তরে আরও আগেই)। মাসখানেক এ নিয়ে ঢাক-ঢাক গুড়গুড়ের পর জানুয়ারির দ্বিতীয়ার্ধে চীন তা বাকি পৃথিবীকে জানায়। ইতোমধ্যে চীন থেকে বিপুলসংখ্যক মানুষ ব্যবসা বা পর্যটন উপলক্ষে ইউরোপ আমেরিকায় ভ্রমণ করেছেন। বাকিটুকু বিশ্বজুড়ে কোভিড ১৯ সংক্রমণের ইতিহাস, যা আর নতুন করে বলার প্রয়োজন নেই।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মুষ্টিমেয় কিছু দেশ বাদ দিলে বাকি পৃথিবীতে দৈনিক সংক্রমণের হার এবং মৃত্যু দুটোই কমে আসছে। ইউরোপের সবচেয়ে আক্রান্ত দেশগুলো ধীর এবং সাবধানী পদক্ষেপে থমকে যাওয়া অর্থনীতিকে চালু করার প্রয়াস পাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা মহামারি ছড়িয়ে পড়ার বিভিন্ন পর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নানান হাস্যকর ও পরস্পরবিরোধী বক্তব্য শত দুঃখের মাঝেও মানুষের তিক্ত বিনোদনের খোরাক হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও