কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আম্পান: আশ্রয় নেয়া ৪০ হাজার মানুষকে খাদ্য দেবে রেড ক্রিসেন্ট

ঢাকা টাইমস প্রকাশিত: ১৯ মে ২০২০, ২০:২৫

ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় ঝুঁকিপূর্ণ ৯ জেলা (সাতক্ষীরা, খুলনা,বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালি, ভোলা, লক্ষীপুর ও নোয়াখালী) বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া প্রায় ৪০ হাজার মানুষকে জরুরি খাবার ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ দেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটি জানাচ্ছে, ইতোমধ্যে আশ্রয়কেন্দ্র গুলোতে জরুরী খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ পাঠানো হয়েছে।

পাশাপাশি আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে কিংবা কোনো কারণে কেউ আঘাতপ্রাপ্ত হলে তাকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদানে প্রাথমিক চিকিৎসা সরঞ্জামসহ সোসাইটির স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। সংস্থাটি আরও জানাচ্ছে, ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় সরকারের সঙ্গে সংস্থাটি সম্মিলিতভাবে কাজ করছে। উপকূলীয় ১৩ জেলার রেড ক্রিসেন্ট ইউনিট ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি’র) স্বেচ্ছাসেবকরা যৌথভাবে ঝুঁকিপূর্ণ এলাকার লোজজনকে নিরাপদ স্থানে সরিয়ে আনতে সতর্কতা বার্তা প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও