কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঈদের আগে বড় দুঃসংবাদ পেলো এমপিওভুক্ত শিক্ষকরা

পূর্ব পশ্চিম প্রকাশিত: ১৮ মে ২০২০, ২২:১২

এমপিওভুক্ত দেশের ৪৩০টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩ হাজার শিক্ষক-কর্মচারী এখনই বেতন-ভাতা পাবেন না। আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় এক হাজার কম্পিউটার ল্যাব সহকারীও রয়েছেন এই তালিকায়। এসব শিক্ষক-কর্মচারী ২০২০-২০২১, ২০২১-২০২২ এবং ২০২২-২০২৩ অর্থবছর থেকে নতুন নিয়োগের মাধ্যমে এমপিও আবেদন করতে পারবেন। তবে যাদের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ নেই কিংবা সুপারিশ নেই, সেসব শিক্ষকের বেতন পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৩০টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা, ইংরেজি, চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক, কম্পিউটার ল্যাব সহকারী, নৈশপ্রহরী এবং পরিচ্ছন্নতাকর্মী এখনই এমপিওভুক্তির সুযোগ পাবেন না। ২০১৮ সালের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী তাদের নির্ধারিত সময়ে বিধিসম্মতভাবে নিয়োগ সম্পন্ন করে বেতন-ভাতার আবেদন জানাতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও