গভীর রাতে বঙ্গোপসাগরে জোড়া ভূমিকম্প

যুগান্তর বঙ্গোপসাগর প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ১৩:২৬

গভীর রাতে বঙ্গোপসাগরে আঘাত হানল জোড়া ভূমিকম্প। দুটি কম্পনের মাত্রাই রিখটার স্কেলে ৬-এর ওপর ছিল। সোমবার গভীর রাতে বঙ্গোপসাগর ও নিকোবর দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প দুটি আঘাত হানে। 


ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, প্রথম কম্পন হয় ৬.৩ মাত্রার। ভূমিকম্পটি হয় রাত ১২টা ১১ মিনিটে, দ্বিতীয় ৬.৫ মাত্রার ভূমিকম্পটি হয় রাত ১টা ৪১ মিনিটে। দুটি ভূমিকম্পেরই গভীরতা ছিল ১০ কিলোমিটার। 


এনসিএস জানিয়েছে, বঙ্গোপসাগরে ৬.৩ মাত্রার ভূমিকম্পের উৎসস্থল ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে। অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এবং ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ৬.৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে, যার উৎপত্তিস্থল গ্রেট নিকোবারের ক্যাম্পবেল বে থেকে প্রায় ৯৪ কিলোমিটার পশ্চিমে।


ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (আইএনসিওআইএস) জানিয়েছে, এই ভূমিকম্পে ভারতে সুনামির কোনো আশঙ্কা নেই। 


প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই ভূমিকম্পে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গ বা ওড়িশায় কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। উপকূলীয় এলাকা ও দ্বীপগুলোতে ভূমিকম্পের প্রভাব মূল্যায়ন করা হচ্ছে, তবে কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও