জব্দ করা ল্যাপটপ ও মুঠোফোন ফেরত চেয়েছেন মডেল মেঘনা আলম

প্রথম আলো প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ২২:৩০

রাজধানীর ধানমন্ডি থানায় করা চাঁদাবাজি ও প্রতারণার মামলায় জব্দ করা ল্যাপটপ ও মুঠোফোন ফেরত চেয়ে আদালতে আবেদন করেছেন মডেল মেঘনা আলম।


আদালত এসব আলামতের ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জব্দ করা এসব আলামতের মালিক কে, সেটি যাচাই করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ৩১ আগস্টের মধ্যে প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।


ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম আজ মঙ্গলবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইয়ুম হোসেন।


এর আগে গত ২৮ এপ্রিল এ মামলায় মডেল মেঘনা আলমের জামিন মঞ্জুর করেন আদালত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও