‘শুধু সংসার না, আমাদের জীবনটাই অগোছালো হয়ে গেছে’

প্রথম আলো প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ১২:৩৪

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহেরীন চৌধুরীর জন্মদিন ছিল গত ৬ জুন। জন্মদিন উপলক্ষে তাঁকে একটি ব্যাগ কিনে দিয়েছিল তাঁর ও লেভেল পড়ুয়া বড় ছেলে আয়ান রশিদ।


আয়ান বন্ধুদের সঙ্গে অনলাইনে টি–শার্ট বিক্রি করে। সে নিজের আয় দিয়ে মাকে ব্যাগটি কিনে দিয়েছিল। মাহেরীনের সেই ব্যাগ অক্ষত অবস্থায় তাঁর বাসায় পাঠিয়েছে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ। আর মাহেরীন ফিরেছেন দগ্ধ লাশ হয়ে।


২১ জুলাই মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবনে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে আছেন শিক্ষক মাহেরীন।


গতকাল সোমবার রাত ১০টায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো তথ্য বলছে, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল বিকেল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৪৫ জন ভর্তি ছিলেন।


শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষকসহ অন্য প্রত্যক্ষদর্শীরা মাহেরীনের পরিবারকে জানিয়েছেন, স্কুলের একটি ভবনে (হায়দার আলী ভবন) বিমান বিধ্বস্তের পর আগুন ধরে যায়। মাহেরীন তখন শিশুশিক্ষার্থীদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে ঝাঁপিয়ে পড়েন। একপর্যায়ে তিনি নিজে অগ্নিদগ্ধ হন। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।


প্রায় ১৭ বছর ধরে মাহেরীন মাইলস্টোন স্কুলে শিক্ষকতা করে আসছিলেন। মারা যাওয়ার আগে তিনি হায়দার আলী ভবনের বাংলা মাধ্যমের দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির কো-অর্ডিনেটরের দায়িত্বে ছিলেন।



মনসুর বললেন, বাসায় কেউ এলে মাহেরীন কখনোই খালি মুখে যেতে দিতেন না। ছেলেদের ছোটবেলা থেকে এসব আদবকেতাসহ সব ধরনের কাজ করা শিখিয়েছেন মাহেরীন।


মনসুর বললেন, ঘটনার পর এক সপ্তাহ পার হয়েছে। তিনিসহ পরিবারের অন্য সদস্যরা ছেলেদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তবে বাস্তবতা হলো দুই ছেলে ও তিনি যত দিন বেঁচে থাকবেন, ক্ষতটা তো থেকেই যাবে।


মনসুর বললেন, ‘আমাদের তেমন অর্থবিত্ত নেই। নানান টানাপোড়েনের মধ্যেও আমরা শতভাগ সুখী ছিলাম। হাসপাতালে ভেন্টিলেশনে নেওয়ার আগে মাহেরীন বলে গেছেন, ছেলেদের পড়াশোনা যাতে কোনোভাবে বন্ধ না হয়। ছেলেদের এখন যে বয়স, সে বয়সে মায়ের আদর-শাসনের খুব বেশি প্রয়োজন ছিল। অথচ ছেলেদের এই বয়সেই তাদের মা চিরতর চলে গেল।’


পরিপাটি করে মাহেরীন ঘর সাজিয়েছিলেন বলে জানালেন মনসুর। তিনি বলেন, ‘মাহেরীন অগোছালো কোনো কিছু পছন্দ করত না। এই যে দেখছেন, একেক জিনিস একেক দিকে, মাহেরীন থাকলে তা কখনো হতো না। এখন শুধু সংসার না, আমাদের জীবনটাই অগোছালো হয়ে গেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও