
জুলাইয়ের মধ্যে ‘যেভাবে হোক’ সনদে পৌঁছাতে চায় কমিশন: আলী রীয়াজ
রাষ্ট্রের সংস্কার প্রশ্নে প্রথম ও দ্বিতীয় ধাপে সংলাপের পর ঐকমত্য হওয়া বিষয়গুলো দুদিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছে ঐকমত্র কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।
এছাড়া ‘যেভাবে হোক’ ৩১ জুলাইয়ের মধ্যে কমিশন সনদের চূড়ান্ত রূপ দিতে চায় বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অমীমাংসিত তিন মৌলিক ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় ২১তম দিনের বৈঠকে বসেছে কমিশন।
এদিন তত্ত্বাবধায়ক সরকার, সংসদে নারী প্রতিনিধিত্ব, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত বিষয়গুলো আলোচ্য সূচিতে রাখা হয়েছে
সূচনা বক্তব্যে দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া দেওয়ার কথা জানিয়ে আলী রীয়াজ বলেন, " আশা করছি বিভিন্ন মন্তব্যকে সংশ্লিষ্ট করে, প্রাথমিক পর্যায়ে যেগুলোতে ঐকমত্য হয়েছে সেগুলো আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দিতে পারব। তার সঙ্গে এ পর্যন্ত (দ্বিতীয় ধাপের সংলাপ) যেগুলো ঐকমত্য হয়েছে সেগুলো সংযুক্ত করে পরশু দিনের মধ্যে সনদের জায়গায় পৌঁছাব।"
জুলাইয়ের মধ্যে এ ধাপের সংলাপ কমিশন সমাপ্ত করতে চায় জানিয়ে আলী রীয়াজ বলেন, "৩১ জুলাইয়ের মধ্যে আমরা যেভাবে হোক সনদের চূড়ান্ত রূপ অন্তত পক্ষে, যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো স্পষ্ট করতে হবে এবং সনদে অন্তর্ভুক্ত করতে হবে।"