কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডেঙ্গু রোধে চিরুনি অভিযানে নামছেন নতুন মেয়র

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৫ মে ২০২০, ১৭:০৯

এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে সুরক্ষা দিতে আগামীকাল থেকে চিরুনি অভিযানে নামছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আর এ অভিযান সর্বাত্মকভাবে সফল করতে নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার ডিএনসিসির দুইটি পৃথক অনলাইন সভায় এ আহ্বান জানান সদ্য দায়িত্ব নেয়া এ মেয়র। অনলাইন সভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর, ডিএনসিসির বিভিন্ন বিভাগের প্রধান উপস্থিত ছিলেন। এটিই নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের প্রথম সভা। সভার শুরুতে কাউন্সিলর ও কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নতুন মেয়র। তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর কল্যাণ করা। আমাদের কাছে নগরবাসীর অনেক প্রত্যাশা। তাই কথায় নয় কাজে প্রমাণ দিতে হবে। মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে। এর ব্যতিক্রম হলে সাংবাদিক ও জনগণ কেউই ছাড় দেবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও