ত্রিপুরাপল্লিতে আগুনের ঘটনায় সাবেক আইজিপি বেনজীরের নাম, গ্রেপ্তার ৪

প্রথম আলো প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪, ২২:০০

বান্দরবানের লামা সরই ইউনিয়নে ত্রিপুরাপল্লি পুড়িয়ে দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার পুলিশ গ্রেপ্তারের তথ্য জানিয়েছে। এ ঘটনায় সামনে এসেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নাম। পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও এলাকাটির হেডম্যান (মৌজাপ্রধান) দুর্যোধন ত্রিপুরার বক্তব্যে সাবেক এই আইজিপির নামে আসে।


পুলিশ বলেছে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় স্টিফেন ত্রিপুরা (৫০), মশৈনিয়া ত্রিপুরা (৪৪), যোয়াকিম ত্রিপুরা (৫২) ও মো. ইব্রাহিমকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মো. ইব্রাহিম বেনজীর আহমেদের নামে দখল করা জমির দেখভাল করতেন। তাঁদের সবার বাড়ি সরই ইউনিয়নে। বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।


এর আগে গত মঙ্গলবার রাতে পূর্ববেতছড়া পাড়ার ১৭টি ঘরবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন পাড়ার বাসিন্দারা সবাই গির্জায় বড়দিনের উৎসবে ছিলেন। পাড়ায় কোনো লোকজন ছিলেন না। এ ঘটনার পর বুধবার রাতে মামলা হয়। আজ সকালে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার পূর্ববেতছড়া পাড়া পরিদর্শন করেন। তাঁরা পাড়ার পোড়াভিটা ঘুরে দেখেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের আশ্বাস দেন। অবশ্য প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ কেজি ও ইউনিয়ন পরিষদ থেকে ৫০ কেজি করে চাল, তিনটি করে কম্বল, ডাল, তেল ও অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও