কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শ্রমিকদের ডেকে আনা যেন সাভারের ঘটনার পুনরাবৃত্তি

বার্তা২৪ গওহার নঈম ওয়ারা প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২০, ১৪:৪৩

মৃত্যুর সঙ্গে কোলাকুলি আর শত্রুর সঙ্গে পাঞ্জা লড়তেই কি পায়ে হেঁটে, নৌকায় পদ্মা পাড়ি দিয়ে ঢাকায় ছুটে আসছে পোশাক শিল্পীরা? ২০১৩’র ২৪শে এপ্রিল যেমন পড়িমরি করে এসেছিল সাভার বাস স্ট্যান্ডের ভয়ংকর রানা প্লাজায়। তাদের রুটি রুজির জায়গায়।পুরা দেশটা যখন ভাইরাসের ভয়ে ফাটলে ফাটলে জেরবার অন্য এক রানা প্লাজায় পরিণত হয়েছে, ভয়ংকর কোনো কিছু না ঘটার তদবিরে সবাই যখন ব্যস্ত, কেউ কেউ তকদিরের ওপর সব কিছু ছেড়ে দিতে চাচ্ছে, সারা বিশ্ব যখন ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদছে তখন কোন স্পর্ধায় গার্মেন্টস মালিকরা ডেকে পাঠায় অভুক্ত শ্রমিকদের। ‘আসলে পাবা না আসলে লবডঙ্গা’।২০১৩ এর এপ্রিলের সঙ্গে ২০২০ এপ্রিলের যেন কোনো ফারাক নেই। তফাত শুধু ক্যানভাসের সাইজে, জমিনের মাপে। সাভার এখন সারাদেশ, আর নগর ঢাকা যেন রানা প্লাজা। সেও এক এপ্রিল মাসের (২০১৩) কথা। সেবার ফাটল ধরেছিল সাভারের এক দালানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও