বিজিএমইএর নেতৃত্বে আসতে চান দুই প্যানেলের ৭৯ জন
প্রথম আলো
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৪
তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর নতুন নেতৃত্ব চূড়ান্ত করতে এবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রামের ৩৫টি পরিচালক পদে নির্বাচনকেন্দ্রিক দুই প্যানেল বা জোট—সম্মিলিত পরিষদ ও ফোরামের ৭৯ জন প্রার্থী হয়েছেন। আগামী ৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এবার সম্মিলিত পরিষদের প্যানেল লিডার হিসেবে আছেন এস এম মান্নান। তিনি বর্তমানে বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি। এর আগেও কয়েক মেয়াদে তিনি সহসভাপতি ছিলেন। একই সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।
বর্তমানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছেন তিনি। অন্যদিকে ফোরামের প্যানেল লিডার হলেন ফয়সাল সামাদ। তিনি বিজিএমইএর পরিচালক পদে আছেন। এর আগে একবার সহসভাপতি পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে