করোনা কাল: আনাহূত বসন্ত অবকাশ
যুগান্তর
প্রকাশিত: ২৮ মার্চ ২০২০, ০২:১২
ঘরের জানালা থেকে দেখি হলুদ পাতা আর কালচে ডালে সাদা ও বেগুনী রঙের ফুল ফুটে আছে গাছে গাছে। তার পিছনে নীল আকাশ ঝুলে আছে উজ্জ্বল সূর্যালোক ও শাদা মেঘ নিয়ে। পাপড়ি উড়ছে বাতাসে বাতাসে। বর্ণীল সব পাপড়ি ঝরে পড়ছে নগরীর কালো-পিচ-ঢালা পথে। যে পথে কোলাহল নেই, মানুষ আর যানের চলাচল নেই। এমন মনোরম দৃশ্যে আমিও বেড়িয়ে এলাম ঘরের দরজা খুলে। প্রতি বসন্তেই এমনভাবে প্রকৃতি সাজে নিউইয়র্কে। সাত বছরে প্রকৃতিকে কোনো দিন এমনভাবে অনুভব করিনি। দেখিনি তার এমন অপরূপ সাজ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ১ সপ্তাহ আগে
ডেইলি স্টার
| গাজা
৮ মাস, ১ সপ্তাহ আগে