
পাহাড়িরা কেন হামের টিকা থেকে বাদ?
এত দিন এই জনপদ কেমন করে টিকা কর্মসূচির বাইরে ছিল? এমন প্রশ্নের উত্তর তৈরি আছে উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের। তারা জানিয়েছে, লাইল্যাপাড়ায় কোনো টিকাকেন্দ্র নেই। কয়েকটি পরিবারের জন্য টিকা দিতে যাওয়াও সম্ভব নয়। তা ছাড়া ম্রো জনগোষ্ঠী টিকা নিতে আগ্রহীও নয়। ব্যস, আর কে কী বলতে পারে। তাহলে তিন বছর আগে মহাপরিচালক যে মাইক্রোপ্ল্যানিংয়ের কথা বলেছিলেন, তার কী হলো? সেটা কি কেবলই ‘বাত কি বাত’ ছিল? ‘মন কি বাত’ ত