পুকুর-দিঘি-ছড়া-টিলার নগরী সিলেটে অপরিণামদর্শী কর্মকাণ্ড অনেক দিন ধরে চলছে। একদিকে মানুষের লোভের থাবায় দখল হচ্ছে পুকুর-দিঘি, অন্যদিকে টিলায় পড়েছে কোদালের কোপ। এতে শুধু প্রাকৃতিক ভারসাম্যই নষ্ট হচ্ছে না, ডেকে আনছে নানারকম বিপর্যয়ও। আমরা আরও হতাশ যে, সরকারি সংস্থাও পিছিয়ে নেই
- ট্যাগ:
- মতামত
- লোভ
- রক্ষক
- সিলেট জেলা