আসাদ আমাদের অহংকার
‘আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা/ সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;/আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা’—কবি শামসুর রাহমানের এই ছত্রগুলোই বর্ণনা করে শহীদ আসাদের ত্যাগ, মহিমা ও কৃতিত্ব। বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাসে আসাদ এক গুরুত্বপূর্ণ নাম। পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। এবং তাঁর এই আত্মত্যাগ বাঙালি জাতিকে মুক্তির সংগ্রামে প্রবলভাবে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল, যা গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন, স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ গঠনে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল।