কাদেরেই আস্থা শেখ হাসিনার
ঢাকা টাইমস
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ১৪:৫০
নবমবারের মতো আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামটি নিশ্চিত থাকলেও দলটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদ নিয়ে ছিল অনিশ্চয়তা। বিশেষ করে ২১তম সম্মেলন ঘিরে সবচেয়ে বেশি গুঞ্জন ছিল সাধারণ সম্পাদক পদ নিয়ে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরই পুনঃনির্বাচিত হলেন। পরবর্তী তিন বছরের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে তিনিই দায়িত্ব পালন করবেন। ত্রি-বার্ষিক এই সম্মেলনে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম ঘোষণার আগ পর্যন্ত দলটির এই গুরত্বপূর্ণ পদে কাকে বসানো হচ্ছে সেটা একমাত্র শেখ হাসিনা ছাড়া কেউ জানেন না বলে দলটির জ্যৈষ্ঠ নেতারা বিভিন্ন গণমাধ্যমকে জানান। তবে তাদের অনেকেরই ধারণা ছিল পদটিতে নতুন মুখ আসবে।