![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/12/19/4b3932540fac20c3117c69eeec59d5c5-5dfb30edb6c0a.jpg?jadewits_media_id=1493899)
পাকিস্তানে সেনাবাহিনী ও বিচার বিভাগের মধ্যে দ্বন্দ্ব বাড়তে পারে
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে একটি বিশেষ আদালতের রায় বিভিন্ন দিক থেকে একটি যুগান্তকারী অগ্রগতি। এটি সেনাবাহিনীর প্রাধান্যকে চ্যালেঞ্জ করেছে এবং বিচার বিভাগের ক্রমবর্ধমান দৃঢ়তাকে তুলে ধরছে। এই মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব না-ও হতে পারে, তবে আদালতের রায় রাজনৈতিক ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। লিখেছেন জাহিদ হুসেইন।