রূপগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শনী

মানবজমিন প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ০০:০০

নারায়ণগঞ্জের রূপগঞ্জের একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল মাসকো স্কুল,কাঞ্চন এ ক্ষুদে শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্কুল মাঠ প্রাঙ্গনে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাসকো গ্রুপের চেয়ারম্যান এম.এ সবুর এ প্রদর্শনীর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ খুরশিদ জাহান, সহকারী অধ্যক্ষ আফরিন হিয়া ঈশিতা, নাদিম ভূইয়া, সাংবাদিক জয়নাল আবেদীন জয়, রিয়াজ হোসেন, শিক্ষক সোলাইমান মিয়া, কবির হোসেন মোল্লা, মোখলেছুর রহমান, শাহীন মিয়া, আতাউর রহমানসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ। এব্যাপারে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ খুরশিদ জাহান বলেন, শিশুদের মেধা বিকাশের জন্য লেখাপড়া ছাড়াও অন্যান্য বিষয়ে ধারনা দিতে হবে। তা না হলে শিশুরা সঠিকভাবে নিজেদের গড়ে তুলতে পারবে না। এজন্য আমরা লেখা পড়ার পাশাপাশি শিশুর মানসিক বিকাশের জন্য এসব প্রদর্শনীর ব্যবস্থা করে আসছি। তাছাড়া মোবাইল ফোনে খারাপ দিক ছাড়াও যে ভাল দিক রয়েছে সেটা ক্ষুদে শিক্ষার্থীদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও