You have reached your daily news limit

Please log in to continue


যেসব কারণে দেশি শিল্পীরা ‘ভিখারি’

গীতিকার, সুরকার আলাউদ্দিন খান এখনো চিকিৎসাধীন৷ শিল্পী এন্ড্রু কিশোরের জন্য অর্থ সংগ্রহ করতেও দেশে বিদেশে চলছে নানা উদ্যোগ৷ প্রচণ্ড ভালোবাসা অর্জন করে যারা দিনের পর দিন শ্রোতাদের মনে সম্মানের আসনে অধিষ্ঠিত হন, বয়সের সাথে সাথে কাজ কমে গেলে অথবা হঠাৎ অসুস্থ হলে তাদেরই আবার ভক্তদের কাছে চিকিৎসা সাহায্যের জন্য হাত পাততে হয়৷ অথচ পাশের দেশ ভারতেও যৌবনের সোনালি সময়ে তৈরি করা জনপ্রিয় শিল্পকর্মগুলো বাণিজ্যিকভাবে সফল হতে থাকে শিল্পীর মৃত্যুর পরও৷ আর ডি বর্মণ, সলিল চৌধুরী, কিশোর কুমার, মান্না দের মতো শিল্পীদের মৃত্যুর পরও তাদের পরিবারের সদস্যরা পূর্বসূরির গানের রয়্যালটির টাকা পাচ্ছেন৷ প্রশ্ন আসে, আমাদের দেশে তার উল্টো চিত্র কেন? তবে কি আমাদের শিল্পীদের এত এত জনপ্রিয় সৃষ্টকর্ম বাণিজ্যিকভাবে সফল নয়? সব টাকা তারা অপচয় করেন? নাকি ডিজিটাল যুগে ফাঁকির মারপ্যাঁচে শিল্পীর উপার্জন চলে যাচ্ছে অন্য কারো হাতে?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন