
রোহিঙ্গাদের নিয়ে জল্পনায় সত্য কতটা?
শরণার্থীদের বিরুদ্ধে প্রচলিত নানা ধারণা আর কানকথাকে পুঁজি করে এ দেশেও এখন চলছে ঘৃণা প্রচারণা। মোটা দাগের যেসব অভিযোগ শরণার্থীদের বিরুদ্ধে ঢালাওভাবে করা হচ্ছে সেগুলো একটু যাচাই করে দেখা যাক। লিখেছেন: গওহার নঈম ওয়ারা