ছবি সংগৃহীত

পাঠকের প্রশ্ন: হাঁপানি রোগটি কি ছোঁয়াচে?

ফারজানা রিংকী
লেখক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৭, ০৭:১৯
আপডেট: ২৩ এপ্রিল ২০১৭, ০৭:১৯

অ্যাজমা বা হাঁপানি। প্রতীকী ছবি।

পাঠকের প্রশ্ন: হাঁপানি রোগটি কী ছোঁয়াচে? এটি কি বংশগতভাবে হয়ে থাকে? অর্থাৎ স্ত্রীর থাকলে সেটি কি স্বামীরও হবে? অথবা বাবা মা এর কাছ থেকে কি সন্তানেরও হবে? এ বিষয়ে পরিস্কার ধারণা দিন প্লিজ।

আসসালামু আলাইকুম। আমি গোলাম রাব্বানী। আমি একটি মেয়েকে ভালবাসি এবং সেও আমাকে ভালোবাসে। আমরা আমাদের সম্পর্ককে চূড়ান্ত পরিণতি দিতে চাই। কিন্তু সম্পর্ক অনেক দূর গড়ানোর পর, প্রায় তিনবছর পর জানতে পারি তার হাঁপানি বা শ্বাসকষ্ট আছে। আমি শুনেছি বউয়ের শ্বাসকষ্ট থাকলে স্বামীর হয় আবার মায়ের শ্বাসকষ্ট থাকলে বাচ্চার হয়। আমার প্রশ্ন হলো এখন তার সাথে আমার সম্পর্ক ছিন্ন করা কি ঠিক হবে বা যদি আমরা বিয়ে করি আমাদের বাচ্চাদের এ ধরনের কোনো শারীরিক সমস্যা হবে কি? বা যদি হয় তাহলে বাচ্চার জন্মের আগে বা জন্মের পরপরই কোনো প্রতিষেধক বা টিকা আছে কিনা? এ ব্যাপারে যদি একটু পরামর্শ দিতেন?

প্রশ্নটি আমাদের ফেসবুক পেজে পাঠিয়েছেন: গোলাম রাব্বানী।

চাইলে আপনিও যেকোনো প্রশ্ন করতে পারেন আমাদের কাছে। আর নিজের নাম গোপন রাখতে চাইলে প্রশ্ন পাঠাতে পারেন পেজের ইনবক্সে, সঙ্গে লিখে দিতে হবে ‘নাম প্রকাশে অনিচ্ছুক’। আমাদের ফেসবুক পেজ দেখতে এখানে ক্লিক করুন। আর উত্তর জানতে এখানে ক্লিক করুন

স্বাস্থ্য হোক বা সৌন্দর্য, খেলা হোক বা সিনেমা, দাম্পত্য বা প্রেম, অফিসের সমস্যা কিংবা আইনি সমস্যা , বিজ্ঞান হোক বা রাজনীতি, স্কুল-কলেজ হোক বা সামাজিক ও পারিবারিক কোনো সমস্যা, যেকোনো সমস্যা লিখে জানান আমাদের। আপনার হয়ে সমস্যার সমাধান খুঁজে বের করবেন আমাদের ‘প্রিয় বিশেষজ্ঞ পরিবার’।

আপনার প্রশ্ন, বিশেষজ্ঞের উত্তর। আপনার জন্যই অপেক্ষায় আছি আমরা।