চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৩.৩ শতাংশে নেমে আসতে পারে, যা গত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। একই সঙ্গে ১০ শতাংশের ছাড়িয়ে যাওয়া গড় মূল্যস্ফীতির হার অর্থবছর শেষে উচ্চই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আজ বুধবার বিশ্বের শীর্ষ ঋণদাতা সংস্থাটির ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদনে এই পূর্বাভাস তুলে ধরা হয়।
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধসের পেছনে বিনিয়োগে স্থবিরতা, রাজনৈতিক অস্থিরতা, বৈশ্বিক বাণিজ্যে বিঘ্ন এবং উচ্চ ঋণ ও উৎপাদন খরচকে প্রধান কারণ হিসেবে তুলে ধরেছে বিশ্বব্যাংক। তবে আর্থিক খাত, রাজস্ব সংগ্রহ ও ব্যবসার পরিবেশের সংস্কার হলে মধ্য মেয়াদে প্রবৃদ্ধি বাড়তে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে।
বিশ্বব্যাংকের হিসাবে, ২০২৩-২৪ অর্থবছরে মহামারির পর সর্বনিম্ন প্রবৃদ্ধি হয়েছে। এই সময়ে বাংলাদেশের জিডিপি ৪.২ শতাংশ হারে বেড়েছে, যা আগের অর্থবছরে ছিল ৫.৮ শতাংশ। গত অর্থবছরে প্রবৃদ্ধি কমার পেছনে অন্যতম প্রধান কারণ রপ্তানি খাতে মন্দা এবং সরকারি ও বেসরকারি বিনিয়োগে পতন।