You have reached your daily news limit

Please log in to continue


এশিয়াটিক গ্রুপের ব্যাংক হিসাব অবরুদ্ধ

দেশের প্রভাবশালী বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক মার্কেটিং কমিউকেশনস্ লিমিটেডের ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সব অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

বুধবার (২৩ এপ্রিল) এ সংক্রান্ত চিঠি দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সিআইসি'র ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এ বিষয়ে বলেন, এশিয়াটিক মার্কেটিং কমিউকেশনস্ লিমিটেডের বিরুদ্ধে কর ফাঁকি তদন্ত চলছে। এশিয়াটিক মার্কেটিং কমিউকেশনস্ লিমিটেডের সঙ্গে সম্পর্ক আছে এমন ব্যক্তিদেরও লেনদেনের তথ্য সংগ্রহ করেছে সিআইসি। বেশ কয়েকজন ব্যক্তি ও অন্যদের তথ্যও সংগ্রহ করা হচ্ছে। কর গোয়েন্দারা ইতোমধ্যে কয়েকজনের লেনদেনের তথ্য সংগ্রহ করেছেন এবং তাদের ব্যাংক লেনদেন ফ্রিজ করার প্রক্রিয়া চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন