
স্বাস্থ্য সংস্কার কমিশন: মতবিরোধে স্থবির, ৫ মাসেও চূড়ান্ত হয়নি প্রতিবেদন
জুলাই গণঅভ্যুত্থানের আট মাস আর স্বাস্থ্য সংস্কার কমিশনের পাঁচ মাস অতিবাহিত হতে চললেও এখনো সংস্কার নিয়ে প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি দেশের প্রখ্যাত স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ১২ সদস্যের স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। সদস্যদের মতবিরোধ, সুপারিশ প্রদানে গড়িমসিতে জনগণের স্বাস্থ্য-ব্যবস্থার সংস্কারের স্বপ্ন যেন এখনো কাগজে-কলমে বন্দি। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর সরকার একাধিকবার সময় বাড়ালেও কাজের দৃশ্যমান অগ্রগতি নেই। একাধিক সূত্র বলছে, কমিশনের অভ্যন্তরে চলা তীব্র ‘মতানৈক্য’ আর ‘পাণ্ডিত্য’ প্রতিযোগিতায় এখনো চূড়ান্ত হয়নি মূল প্রতিবেদন।
সর্বশেষ গত ২৭ মার্চ মেয়াদ বাড়ানো হয় স্বাস্থ্যসহ পাঁচটি সংস্কার কমিশনের। কমিশনগুলো হলো- স্বাস্থ্য, শ্রম, নারী, স্থানীয় সরকার ও গণমাধ্যম সংস্কার কমিশন। নতুন সময় অনুযায়ী ৩০ এপ্রিল পর্যন্ত কাজ করার সময় পাবে এসব কমিশন। সংবিধান, বিচার বিভাগ, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন প্রতিবেদন জমা দিলেও স্বাস্থ্য সংস্কার কমিশন ঠিক কবে নাগাদ প্রতিবেদন জমা দেবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও কমিশনের একটি তথ্য বলছে, চলতি মাসের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার জোর প্রস্তুতি চলছে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- সংস্কার প্রস্তাব