
ছবি সংগৃহীত
শেখ হাসিনার হাতে লেখা চিঠি
আপডেট: ০২ মার্চ ২০১৭, ১৩:৩৮
প্রধানমন্ত্রীর হাতে লেখা চিঠি। বৃত্তির টাকায় কেনা কানের দুল শেখ হাসিনা পরিয়ে দিচ্ছেন আরিফা রহমান রুমা। ছবি ফেসবুক থেকে নেওয়া
(প্রিয়.কম) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে লেখা একটি চিঠি পাওয়া গেছে। ১৯৮৬ সালের ২৭ সেপ্টেম্বরে চিঠিটি আরিফা রহমান রুমার উদ্দেশে লেখা। এই চিঠিসহ আরও কিছু ছবি রুমা ফেসবুকে পোস্ট করেছেন।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান সহকারী অধ্যাপক আরিফা রহমান রুমা ফেসবুকে লিখেছেন, ‘হাজারো স্মৃতির ভিড়ে উজ্জ্বল হয়ে উঠেছে এই সামান্য কয়েকটি ছবি। প্রতিটি ছবির পেছনেই আছে মধুর এক একটি গল্প।’
আর প্রতিটি ছবির সঙ্গেই আলাদা আলাদা ক্যাপশন দিয়েছেন তিনি। শেখ হাসিনাকে আন্টি সম্বোধন করে রুমা চিঠির ছবিতে ক্যাপশন লিখেছেন, ‘প্রিয় আন্টি আমাকে চিঠি লিখতেন আর জবাব চাইতেন।তখন এতো সময় কোথায় আমার জবাব দেবার? আমার দুষ্টুমিতে মার রীতিমতো ত্রাহি অবস্থা। কাজে যেন তার চিঠির জবাব দিতে পারি।’
চিঠিটি হুবুহু তুলে ধরা হলো-
আমার আদরের
রুমা মনি,
তুমি কেমন আছ? সেইদিন তোমার সঙ্গে বেশি কথা বলতে পারি নাই। আসলে ওখানে যখন যাই এত ব্যস্ত থাকি যে, তোমার সঙ্গে গল্প করার সময়ই পাই না। তুমি ঢাকায় এসো ডিসেম্বরের পরীক্ষার পর আমার মেয়েও তখন ঢাকায় থাকবে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেব। তুমি কিন্তু মন দিয়ে পড়াশুনা করবে। এবার তোমার পরীক্ষার রেজাল্ট কেমন হয় আমি দেখব। পেট ভরে খাবার খাবে, তুমি কিন্তু ভীষণ রোগা, শরীর ভালো করতে হবে। ভবিষ্যতে অনেক কাজ আছে। তোমার বন্ধু ও বান্ধবীদের আমার দোয়া ও ভালোবাসা দিও। পরিবারের সকলকে আমার শুভেচ্ছা দিও। অনেক অনেক দোয়া ও ভালোবাসা নিও।ইতি
শেখ হাসিনা
২৭ সেপ্টম্বর ১৯৮৬
চিঠির সঙ্গে আপলোড করা কয়েকটা ছবি নিচে দেওয়া হলো। ছবির সঙ্গে থাকা আরিফা রহমান রুমার ক্যাপশনই তুলে ধরা হলো।
‘আমার স্কলারশিপ এর টাকায় কেনা ছোট্ট উপহার কানে পরে প্রিয় আন্টি।’
‘এই ছবিতে মা-বাবাসহ আমরা তিন ভাইবোনই আছি।’
‘১৯৮৬ সালে আমাদের বাসায়, বাঁ পাশে ছোট ভাই রাজু , আমার আর আন্টির মাঝখানে আমার সোনা মা, আন্টিকে জড়িয়ে আছে। পাশে খালামনি, ছোট ফুপি, কাজিন, আপু।
প্রিয় সংবাদ/খোরশেদ/রিমন