ভোলায় ২ ভাইকে হত্যার পর মাথা ফেলা হয় সেপটিক ট‌্যাংকে: ৩ জনের মৃত্যুদণ্ড

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৫, ১৮:৩৩

‎ভোলার চরফ‌্যাশনে দুই ভাইকে হত‌্যার দায়ে তিন আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত।


‎‎বুধবার দুপুরে চরফ‌্যাশন অ‌তি‌রিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসেন এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এডিশনাল ‌পি‌পি হযরত আলী হিরণ জানিয়েছেন।


‎‎আসামিরা হলেন- চরফ‌্যাশন উপ‌জেলার আসলামপুর ইউনিয়‌নের মো. জাফরুল্লাহ ফরাজীর ছেলে মো. বেল্লাল ও একই উপ‌জেলার চরমা‌নিকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সামছু‌দ্দিনের ছেলে মো. সালাউদ্দিন এবং একই ওয়ার্ডের শাহে আলম মুন্সীর ছেলে মো. শরিফুল ইসলাম।


তাদের মধ্যে শরীফুল ছাড়া বাকিরা পলাতক র‌য়ে‌ছেন।


‎মামলার বিবরণে বলা হয়, চরফ্যাশন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৈতৃক ৫৬ শতাংশ জমি বিক্রি করে ভারত চলে যান তপন চন্দ্র শীল ও তার ভাই দুলাল চন্দ্র শীল। তাদের জমি ২০ লাখ টাকায় কিনে নেন আছলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. বেলাল ও তার শ্বশুর আবু মঝি। তারা মাত্র তিন লাখ টাকা বায়না দিয়ে দ‌লিল করে নেন। বাকি টাকা নেওয়ার জন্য তপন ও দুলাল ভারত থেকে বাংলাদেশে আসেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও