
ছবি সংগৃহীত
যে ১০ ধরণের প্রশংসা মন জিতে নেবে পছন্দের পুরুষটির!
প্রকাশিত: ৩১ মে ২০১৪, ১৭:৫১
আপডেট: ৩১ মে ২০১৪, ১৭:৫১
আপডেট: ৩১ মে ২০১৪, ১৭:৫১
(প্রিয়.কম) পুরুষদের জন্য গিফট কিনতে যেমন অনেক নারীর সমস্যা হয়, তেমনি তাদের প্রশংসা করতেও অনেকে হিমশিম খেয়ে যান। পুরুষেরাও বেশিরভাগ সময়ে প্রশংসা শুনতে অভ্যস্ত হয়ে থাকেন না। হঠাৎ কেউ তাদের প্রশংসা করলে তারা সন্দিহান হয়ে পড়েন। প্রশংসা করার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা চিন্তা করতে থাকেন। কিন্তু এই প্রশংসা যদি আসে নিজের সঙ্গিনীর কাছ থেকে তবে অবাক হলেও তারা খুশি হয়েই থাকেন। দেখে নিন ঠিক কিভাবে আপনার পুরুষ সঙ্গীর প্রশংসা করতে পারেন।
১) মিথ্যে প্রশংসা একদম নয়
প্রশংসা করতে হবে বলেই যা খুশি তাই বলে প্রশংসা করবেন, তা হবে না। তিনি ঠিকই ধরে ফেলবেন আপনার মিথ্যাটুকু। প্রশংসা করতে চাইলে একেবারে খাঁটি মনে প্রশংসা করুন। আর যদি প্রশংসা করার মতো কিছু খুঁজে না পান তবে চুপ করে থাকাই ভালো।২) তার শরীরের গঠন নিয়ে কিছু না বলাই শ্রেয়
পুরুষেরা নিজেদের শরীর নিয়ে বেশ স্পর্শকাতর হয়ে থাকেন। আপনি ভালো মনে করে কিছু বললেও এতে তারা উদ্বিগ্ন হয়ে যেতে পারেন এবং প্রশংসার বদলে তাকে সমালোচনা মনে করতে পারেন। তাই এ ব্যাপারটা এড়িয়ে গেলেই ভালো।৩) পরোক্ষভাবে প্রশংসা করুন
সরাসরি প্রশংসা না করলেও চলে। আপনি তার সাথে সহমত প্রকাশ করলেও পরোক্ষভাবে সেটা এক ধরণের প্রশংসা। যেমন তার সাথে যদি একমত প্রকাশ করেন যে অমুক রেস্টুরেন্টের খাবার সবচাইতে ভালো, তবে একদিক দিয়ে তার রুচির প্রশংসাই করলেন আপনি!৪) তার লুকের প্রশংসা করতে পারেন
নারীরা যেমন নিজেদের সৌন্দর্য এবং বাহ্যিক অবয়ব নিয়ে চিন্তিত থাকেন, পুরুষেরা এতটা চিন্তা না করলেও আপনি যদি তার লুকের প্রশংসা করেন তবে তিনি অবশ্যই খুশি হবেন। তবে এক্ষেত্রে তার প্রশংসা করুন, তার পোশাক-আশাকের নয়। যেমন, “তোমার শার্ট টা সুন্দর”, না বলে বলুন “ এই শার্টে তোমাকে খুব ভালো লাগছে”।৫) নিজের হাসির সদ্ব্যবহার করুন
একজন পুরুষের প্রশংসা করার জন্য আপনার হাসিই যথেষ্ট। বিশেষ করে আপনি যদি তার প্রেমিকা হয়ে থাকেন তবে আপনার হাসিতেই তিনি খুশি হয়ে যাবেন, আপনার একটা কথাও বলতে হবে না।৬) তার কাজের প্রশংসা করুন
তিনি যে পেশার মানুষই হয়ে থাকুন না কেন, কাজের ব্যাপারে প্রশংসা করলে তিনি খুশি হতে বাধ্য। আপনি যদি বলেন যে তার কাজ দেখে আপনি ইম্প্রেসড, তবে এর চাইতে ভালো প্রশংসা আর হতে পারে না।
৭) তাকে বলুন যে তার সাথে সময় কাটাতে ভালোবাসেন আপনি
পুরুষেরা কখনোই শুনতে চায় না যে তারা বোরিং। বরং তাদের স���থে সময় কাটাতে আপনার ভালো লাগে, তা শুনলেই ভালো লাগবে তাদের। আপনার মনোযোগ যদি তার প্রতি থাকে তা জানতে পারলেও খুশি হবেন তিনি।
৮) তাকে বলুন যে আপনার জীবনে তিনি অপরিহার্য
আপনি নিজের জীবনে তাকে রাখতে চান, ভালো কথা। কিন্তু আপনি কি তাকে ছাড়া থাকতে চাইবেন? তাকে বোঝান যে আপনার জীবনে তিনি অপরিহার্য। এ প্রশংসায় তার আত্মবিশ্বাস বেড়ে যাবে অনেক গুণ।
৯) তার বুদ্ধির প্রশংসা করুন
পুরুষেরা নিজেদের চেহারার ব্যাপারে প্রশংসা শুনতে যতটা না পছন্দ করে, তার চাইতে বেশি নিজের বুদ্ধিমত্তার প্রশংসা পছন্দ করে। সে যদি এমন কিছু জানে যা আপনার জানা ছিলো না, তবে প্রশংসা করতে ভুল করবেন না মোটেই।
১০) হঠাৎ করেই প্রশংসা করুন
প্রশংসা যখন আসে অপ্রত্যাশিতভাবে তখন তা আরও বেশি খুশি করে দেয় মানুষকে। তাই এমন সময়ে এবং পরিস্থিতিতে প্রশংসা করুন যখন তিনি কোনো রকম প্রশংসা একেবারেই আশা করছেন না। তবে এ ধরণের প্রশংসা তার বন্ধুদের সামনে করবেন না যেন!
৩ মিনিট আগে
www.ajkerpatrika.com
| মধুপুর (টাঙ্গাইল)
১ ঘণ্টা, ৪৬ মিনিট আগে
১ ঘণ্টা, ৪৯ মিনিট আগে
১ ঘণ্টা, ৫৩ মিনিট আগে
১৬ ঘণ্টা, ৫৮ মিনিট আগে
১৭ ঘণ্টা, ২৭ মিনিট আগে
১৭ ঘণ্টা, ৩০ মিনিট আগে
১৯ ঘণ্টা, ৩৭ মিনিট আগে
১৯ ঘণ্টা, ৩৮ মিনিট আগে
১৯ ঘণ্টা, ৪০ মিনিট আগে
২১ ঘণ্টা, ১৯ মিনিট আগে
২১ ঘণ্টা, ৪৯ মিনিট আগে