কখনও কি এমন হয়েছে যে, বৃষ্টিভেজা বিকেলে, ঘরে মোমবাতির আবছা আলো, জানালার পাশে আপনি আর আপনার প্রিয়জন, আর চারপাশে ছড়িয়ে আছে একরাশ কোমল সুগন্ধি?
এই জাদুর মতো মুহূর্তটি তৈরি করতে আপনাকে দূরের কোনো দোকানে গিয়ে দামী কোনো মোমবাতি কিনতে হবে না। ঘরেই রোমান্টিক হাতের ছোঁয়ায় আপনি বানিয়ে নিতে পারেন একদম নিজের পছন্দমতো সুগন্ধি মোমবাতি। এমনকি আপনার রান্নাঘরের মসলার তাকে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারেন স্নিগ্ধ কোনো ঘ্রাণ।