জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ গানের পাশাপাশি উপস্থাপনা ও নির্মাণে সরব। এবার গোয়েন্দা টিভি সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন তিনি। নতুন ২১টি গানচিত্রও প্রকাশ করবেন। তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।
গোয়েন্দা সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন। প্রস্তুতি কেমন?
ফেরদৌস ওয়াহিদ: প্রতিদিনই টেবিল ওয়ার্ক করছি। গল্প, চিত্রনাট্য ও সংলাপ লেখা শেষ হয়েছে। লোকেশন রেকিও মোটামুটি শেষ। ঢাকা ও বিক্রমপুরে শুটিং করব। বৃষ্টির সময়টা না হলে এখনই শুটিং শুরু করতে পারতাম। যাহোক, আগামী মাসেই হয়তো ক্যামেরা ওপেন করতে পারব। প্রাথমিকভাবে ১২ পর্বের শুটিং করব। ধীরে ধীরে ৩৫ পর্ব করার টার্গেট আছে। সিরিজটির নাম দিয়েছি ‘সিক্রেট ফাইলস—আমরা গোয়েন্দা’। দেখা যাবে চ্যানেল আইয়ে।
অভিনয় করবেন কারা?
ফেরদৌস ওয়াহিদ: প্রধান চরিত্রটি আমিই করব। বাকি চরিত্রগুলোর জন্য নতুন মুখ বেছে নেব। এর মধ্যে কয়েকজনের অডিশন নিয়েছি। আরো কিছু চরিত্র বাকি আছে। যে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো অভিনয় জানলে সুযোগ দেব। এতে কোনো শর্ত থাকবে না।
‘চেনা মুখ দুখ সুখ’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন। কেমন সাড়া পাচ্ছেন?
ফেরদৌস ওয়াহিদ: ভালো সাড়া পাচ্ছি। প্রায়ই ফোন পাই দর্শকের। চ্যানেল আই থেকেও জানানো হয়েছে, অনুষ্ঠানটি টিআরপিতে এগিয়ে। এর মধ্যে ১৬ পর্বের শুটিং করেছি। আমাকে বলা হয়েছে, দ্বিতীয় সিজনের প্রস্তুতি নিতে। দ্বিতীয় সিজনে আরো বেশ কিছু বিষয় যুক্ত হবে। সেগুলো পরে জানাব।
এখন পর্যন্ত কারা অতিথি হয়েছেন?
ফেরদৌস ওয়াহিদ: সমাজে যাঁদের অবদান সবচেয়ে বেশি এবং যাঁরা অনুকরণীয়, তাঁদেরই আমরা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। এই বুধবারে যাবে অষ্টম পর্ব। এবারের অতিথি অবসকিউর ব্যান্ডের টিপু। এই অনুষ্ঠানে শুধু কণ্ঠশিল্পী নন, অভিনেতা, চিকিৎসক, সাহিত্যিক, চিন্তাবিদ—সবাই আসবেন। তাঁদের কর্মযজ্ঞ মানুষের কাছে পৌঁছে দেব আমরা।
নতুন গান কবে প্রকাশ পাবে?
ফেরদৌস ওয়াহিদ: ২১টি গান তৈরি করেছি। এখন চলছে ভিডিওচিত্র নির্মাণের কাজ। প্রতিটি গানই সময় নিয়ে করেছি। কথা ও সুরে প্রাধান্য দিয়েছি। আমার ইউটিউব চ্যানেলে একে একে গানগুলো প্রকাশ করব।
এই সময়ের গান নিয়ে আপনার মন্তব্য জানতে চাই...
ফেরদৌস ওয়াহিদ: কী বলব! এখন ভালো গানও হচ্ছে আবার মন্দ গানও হচ্ছে। আগে গান কম হলেও মন্দ গান হতো না। আরো একটা কথা বলতে চাই, আগে সবাই মনের তাগিদে গান করতেন, এখন করেন টাকার তাগিদে। তা ছাড়া সস্তা জনপ্রিয়তার দিকেও ঝুঁকছে সবাই। গানের কথায় সাহিত্য নেই, ছন্দ নেই আগের মতো। হতে পারে এটা সময়ের চাহিদা। তবে আমার ভালো লাগে না।
চলচ্চিত্র নির্মাণ করবেন?
ফেরদৌস ওয়াহিদ: আরে নাহ! আমি অত বড় বিষয় সামাল দিতে পারব না। এই নাটক, টেলিছবি বা গানচিত্র পর্যন্ত ঠিক আছে। এখন আমাদের সিনেমার পরিসর অনেক বড় হয়েছে। কোটি কোটি টাকা ব্যবসা করছে ছবিগুলো। শুনতেও ভালো লাগে। আমি চাই আমাদের ইন্ডাস্ট্রি আরো বড় হোক। বিশ্ববাজারে ছড়িয়ে পড়ুক।