You have reached your daily news limit

Please log in to continue


১১ জুলাই ২০২৫ পর্যন্ত রাশিফল

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে অনেক সমস্যার মুখোমুখি হওয়াতে আতঙ্কিত করে তুলতে পারে। প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। জয় হবেই। রাস্তা পার হওয়ার সময় সতর্ক থাকুন। বিশেষ করে লাল সিগনালে। সপ্তাহের মাঝদিকে দূরদেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে ভালো সময়। যদি একটি দীর্ঘ যাত্রায় যাওয়ার পরিকল্পনা করেন তবে স্বাস্থ্য ও শক্তি সংরক্ষণের অভ্যাস অত্যন্ত উপকারী হবে। দূরের জায়গার আত্মীয়রা আপনার সঙ্গে যোগাযোগ করবেন। সপ্তাহের শেষদিকে কর্মক্ষেত্রে যেসব কঠিন কাজ করেছেন এখন সেগুলো ফিরে পাওয়ার সময়। কর্মক্ষেত্রে শুক্ররা শুধুমাত্র একটি ভালো কাজের কারণে এ সময় বন্ধুত্ব করতে পারে।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে ব্যস্ত সময় সূচির জন্য সঙ্গী আপনার আনুগত্য সম্বন্ধে সন্দেহ করতে পারে। অবশেষে তিনি বুঝবেন আর আপনাকে একটি আলিঙ্গন দেবেন। প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের রিওয়াইন্ড বোতাম টিপবেন। সপ্তাহের মাঝদিকে নিজেকে কঠোর চাপ দেবেন না। শরীরের প্রতিরোধ ক্ষমতা কমের দিকেই মনে হচ্ছে। বিশ্রামের একান্ত প্রয়োজন। কারও অবহেলা হয়ত আপনাকে আহত করতে পারে। সপ্তাহের শেষদিকে একটি গুরুত্বপূর্ণ ভ্রমণে যাবেন। আর এটা উপকারী হতে পারে। অবশ্যই ভবিষৎ সম্ভাবনার জন্য নতুন যোগাযোগ বানাতে হবে।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শূরুতে হাসি বিষণ্নতার বিরুদ্ধে যন্ত্রণা দূরীকরণের কাজ করবে। বিশ্রাম নিন। যতটা সম্ভব আরাম করুন। খাওয়া ও পান করার সময় সাবধান হোন। অসাবধানতা অসুস্থ করতে পারে। সপ্তাহের মাঝদিকে সঙ্গীর সঙ্গে পারিবারিক সমস্যা ভাগ করে নিন। নিজেদেরকে এক প্রেমপূর্ণ যত্নশীল দম্পতি হিসেবে আবিষ্কার করতে একে অপরের জন্য কিছু সময় কাটান। সপ্তাহের শেষদিকে দুর্ঘটনা সামান্য কাটা ও ক্ষত হওয়ার সম্ভাবনা। তাই ধারালো জিনিসগুলো হাতে নেওয়ার সময়, যানবাহনে চলাচলের সময় বা খেলাধুলার সময় সতর্ক থাকুন।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেস্টা করুন। ভালোবাসার লোককে হতাশ করবেন না। পরে আফসোস করতে হবে। প্রেম উত্তেজনাপূর্ণ হবে। তাই যাকে ভালোবাসেন তার সঙ্গে যোগাযোগ করুন। সপ্তাহের মাঝদিকে যদি স্বাস্থ্যের যত্ন না নেন তবে চাপ অনুভব করতে পারেন। প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নেবেন। সপ্তাহের শেষদিকে, যদি মনে হয় বিবাহিত জীবন মানেই সব বিষয়ে আপোষ করা, তবে জানতে পারবেন যে, এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে যখন একাকী বোধ করছেন তখন পরিবারের সাহায্য নিন। এটি আপনাকে হতাশা থেকে বাঁচাবে। আপনাকে যুক্তগ্রাহ্য সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে। পারিবারিক অনুষ্ঠানের জন্য এটি একট শুভ সময়। সপ্তাহের মাঝদিকে শুধুমাত্র সুখ অনুভব করুন। আকাশ আরও উজ্জ্বল হবে। ফুল আরও রঙিন মনে হবে। চারপাশের সব কিছু চকমক করবে। কারণ আপনি প্রেমে পড়ে গেছেন। সপ্তাহের শেষদিকে রাগের ফলে তুচ্ছ কারণ বড় হয়ে দেখা দেবে। যা শুধুমাত্র পরিবারের সদস্যদের বিপর্যস্ত করবে। সৌভাগ্য প্রকৃত পক্ষে তাদের যারা বুদ্ধিমত্তার সঙ্গে রাগ নিয়ন্ত্রণে রাখে।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে কোনো মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে বিচক্ষণতা ব্যবহার করুন। আত্মীয়রা কিছু উত্তেজনা সৃষ্টি করতে পারে। পরিস্থিতি আয়ত্তে রাখতে মাথা ঠাণ্ডা রাখুন। সপ্তাহের মাঝদিকে আকস্মিক সুখবর পুরো পরিবারের জন্য খুশি ও উচ্ছলতা বয়ে আনবে। সপ্তাহের শেষদিকে যদি কিছু ভালোবাসা ভাগ করেন তবে সঙ্গী আপনার জন্য দেবদূতে পরিণত হবে। ভালোবাসার গান তাদের মাধ্যমে শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে। এ সময় এ গান শুনতে পাবেন যা আপনাকে বিশ্বের সব গান ভুলিয়ে দেবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে যদি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজেন, তবে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলো বিনিয়োগ করুন। সন্দেহজনক আর্থিক যোজনায় প্রতারিত হবেন না। বিনিয়োগ অত্যন্ত যত্নে করবেন। সপ্তাহের মাঝদিকে সকলের মধ্যমনি হয়ে উঠবেন। আর সাফল্য নাগালের মধ্যে আসবে। রসবোধ শ্রেষ্ঠ সম্পদ হবে। সপ্তাহের শেষদিকে যদি সামাজিক অনুষ্ঠান ও ইভেন্টে অংশগ্রহণ করেন তবে বন্ধু ও পরিচিতদের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন। আর অনুভূতিগুলো কার্যকরভাবে জানাতে সমর্থ হবেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে অসাধারণ মেধা ক্ষমতা আপনার অক্ষমতাকে জয় করতে সাহায্য করবে। শুধুমাত্র ইতিবাচক চিন্তার মাধ্যমেই এই সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। সপ্তাহের মাঝদিকে অপরিকল্পিত উৎস থেকে টাকা পয়সা লাভ আপনার সময় উজ্জ্বলতর করে তুলবে। তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে। সপ্তাহের শেষদিকে যদি অত্যাধিক উদারতা দেখান তবে ঘনিষ্ঠ আত্মীয়রা অন্যায়ভাবে সুযোগ নিতে পারে। অবাঞ্ছিত চিন্তায় মন ভরাবেন না। বরং স্থির থাকুন। যাতে মানসিক দৃঢ়তা বাড়ে।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে আপনার কাছে মানুষের কী প্রয়োজন এবং তারা কী চায় সেটা জানার চেষ্টা করুন। তবে খরচ খুব বেশি যেন না হয় সেই চেষ্টা করুন। খরচ জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের ক্ষতি করতে পারে। সপ্তাহের মাঝদিকে সীমাহীন শক্তি ও উদ্যম চেপে ধরবে আর যে কোনো প্রদত্ত সুযোগ সুবিধামতো কাজে লাগাবেন। সৃজনশীল প্রতিভা অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে। সপ্তাহের শেষদিকে আরেকটি উচ্চশক্তি সম্পন্ন সময় আর অপ্রত্যাশিত অর্থনৈতিক লাভ আগে থেকেই দেকা যাচ্ছে। এমন কিছুতে নিযুক্ত হন যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে আশীর্বাদ ও সৌভাগ্য পথে আসায় এবং অতীতের কঠোর পরিশ্রমগুলো ফল আনায় ইচ্ছাগুলো পূর্ণ হবে। নতুন উদ্যোগুলো লোভনীয় হবে। আর ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুত দেবে। সপ্তাহের মাঝদিকে অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনা সৃষ্টি করতে পারে। তাই দেরি করে বাতে বাড়ি ফেরা ও অন্যদের ওপর বেশি খরচ এড়ানোর চেষ্টা করুন। সপ্তাহের শেষদিকে জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন। বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ করে বা মন খারাপ করে লাভ নেই। ফলে দৈনন্দিন জীবনের সুগন্ধ নষ্ট হয়ে যায়।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে পেশাদারী ক্ষমতা ব্যবহার করে পেশাগত সম্ভাবনা বাড়ান। কর্মক্ষেতে অফুরান সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। সবাই কর্মক্ষেত্রে আপনাকে ভালোভাবে সমর্থন করবে। সপ্তাহের মাঝদিকে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা ও পরিকল্পনা এনে দেবে। উদ্দেশ্যমূলক ইন্টারনেট সার্ফিং আরও ভালো বোঝার ও গভীর চিন্তাভাবনা পেতে সহায়তা করতে পারে। সপ্তাহের শেষদিকে বেশি খরচ করা ও সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন। সময় নষ্ট ও দরকারী কিছু ব্যয় না করার চেষ্টা করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত। অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার জন্য এটি উৎকৃষ্ট সময়। আধ্যাত্মিক চেতনার উত্থান কোনো সাধু ব্যক্তির কাছ থেকে স্বর্গীয় জ্ঞান আহরণের জন্য কোনো ধর্মীয় স্থান পরিদর্শন করাতে পারে। সপ্তাহের মাঝদিকে কর্মক্ষেত্রে সমস্ত জিনিস সত্যিই রহস্যময় হয়ে যেতে পারে। আপনার বিরুদ্ধে সব কিছু যাচ্ছে বলে মনে হবে, তবে এটি সত্য নয়। সপ্তাহের শেষদিকে নিজের সিদ্ধান্তে আর অভিভাবকের সহায়তা অত্যন্ত সাহায্য করবে। পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন। ভালো কাজে সময় দিয়ে জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন