ব্রেড কাটলেট তৈরির সহজ রেসিপি
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ১৬:০০
শীতের বিকেলে মুখরোচক কিছু খেতে আমাদের সবারই ইচ্ছা করে। তবে বাইরে থেকে কিনে আনা পুরি কিংবা পিঁয়াজু আপনার কল্পনার থেকেও বেশি অস্বাস্থ্যকর হতে পারে। এ ধরনের খাবার যত কম খাওয়া যায়, ততই ভালো। তবে মাঝে মাঝে বাড়িতে তৈরি করে খেলে স্বাস্থ্যঝুঁকি কম থাকে। চলুন জেনে নেওয়া যাক ব্রেড কাটলেট তৈরির সহজ রেসিপি-
তৈরি করতে যা লাগবে
- পাউরুটি- ৮ স্লাইস
- ডিম- ১টি
- ধনিয়া পাতা কুচি- পরিমাণমতো
- পেঁয়াজ কুচি- পরিমাণমতো
- কাঁচা মরিচ কুচি- পরিমাণমতো
- লবণ- পরিমাণমতো
- গরম মসলা গুঁড়া- ২ চা চামচ
- বেসন- সামান্য।
যেভাবে তৈরি করবেন
পাউরুটির টুকরাগুলোকে পানিতে ভিজিয়ে নরম করে নিন। এরপর পানি খুব ভালোভাবে চিপে ঝরিয়ে নিন। এখন একটি বাটিতে নরম করা পাউরুটির সঙ্গে পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা কুচি দিন। গরম মসলা গুঁড়া ও ডিম ফেটিয়ে দিন। লবণ পরিমাণমতো দিন, সামান্য বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। চুলায় প্যান বসিয়ে পরিমাণমতো তেল দিয়ে তাতে মিশ্রণ থেকে কাটলেটের আকৃতি দিয়ে মচমচে করে ভেজে তুলুন সুস্বাদু ব্রেড কাটলেট।
- ট্যাগ:
- লাইফ
- রেসিপি
- ব্রেড কাটলেট